নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযান ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, দেড় একর ভূমি উদ্ধার
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের চানপাড়া এলাকায় সাতটি পাকা, আটটি সেমি পাকা ভবন, চারটি পাকা ওয়াল এবং ৩১টি টিনসেড ও অন্যান্যসহ মোট ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ।
এছাড়া দেড় একর ভূমি উদ্ধার করা হয়েছে।
তুরাগের তীরে বিআইডব্লিউটিএ’র অভিযান ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, এক কোটি ২৮ লাখ টাকার পণ্য নিলাম
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ ঢাকার তুরাগ থানার ভাটুলিয়া মৌজা ও পরান মন্ডল টেক এলাকায় একটি চারতলা, তিনটি দোতলা, ছয়টি একতলা এবং নয়টি আধাপাকা ভবন, ১৩টি টিনশেড, ১০টি বাউন্ডারি ওয়াল, ২৯টি টিনের ঘরসহ মোট ৭০টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ, ছয়টি বালু, মাটি, পাথরের গদি অপসারণ এবং সাড়ে চার একর তীরভূমি অবমুক্ত করা হয়েছে।
এছাড়া এক কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার পণ্য নিলাম করা হয়েছে।