নিউজ ডেস্ক:-দলের নেতাকর্মীদের জনগণের সাথে সহৃদয় আচরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
মন্ত্রী আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। সেই জনগণ যেন কখনো কোনোভাবে বঞ্চিত না হয়, সেদিকে সজাগ থাকা দলের সকলের দায়িত্ব। এজন্য দলের নেতাকর্মীদেরকে আচরণে সদয় হতে হবে, তাদের কল্যাণে আন্তরিক থাকতে হবে।
মন্ত্রী এ সময় গত জাতীয় সংসদ নির্বাচনে আন্তরিকভাবে কাজের জন্য ও বর্ধিত সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান ।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভায় আগামী দিনের কর্মপরিকল্পনার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন।