×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-২০
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানকে কারাভোগ করতেই হবে : উপমন্ত্রী শামীম

নিউজ ডেস্ক:-পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে যাবজ্জীবন কারাদ-ের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কারাভোগ করতেই হবে। যেহেতু তারেক রহমানের বিরুদ্ধে বিচারের রায় হয়েছে, সেহেতু দেশে ফিরিয়ে এনে সেই বিচারের রায় কার্যকর করাও সম্ভব হবেই। সে যেখানেই পালিয়ে থাকুক না কেন, একদিন না একদিন তাকে সাজাভোগ করতেই হবে।

আজ বিকালে শরীয়তপুরের নড়িয়ার বিঝারী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার আল-মামুন সিকদার, তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির
সহসম্পাদক জহির সিকদার, সৈয়দ হেমায়েত হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারণ সম্পাদক মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী বক্তৃতা করেন।

এর আগে কার্তিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনে উপমন্ত্রী এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় বিদ্যালয়ের ৮৮ ব্যাচ ফাউন্ডেশনের আহ্বায়ক ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন শেখের নেতৃত্বে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত বক্তৃতায় উপমন্ত্রী বলেন, বিএনপি এখন নামসর্বস্ব দলে পরিণত হয়েছে। তাদের মুখে শব্দবোমা ছাড়া আর কিছুই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর টেকসই সামাজিক উন্নয়ন ও অগ্রগতির নিশ্চিত করার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে এবং ১৬ কোটি মানুষের উন্নয়নে কাজ করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat