×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৫
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার নিন্দা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :- আফগানিস্তানে যুদ্ধ অবসানের লক্ষ্যে তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার নিন্দা জানিয়ে ইরান
বুধবার বলেছে, ওয়াশিংটন জঙ্গিদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। খবর এএফপি’র।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ স্বীকার করেছেন যে ইরানও তালেবানদের সাথে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র এ উগ্রপন্থী গোষ্ঠীর সাথে যে চুক্তি করতে যাচ্ছে তা ‘অত্যন্ত ভুল’।
জারিফ বলেন, সরকারসহ অন্য সকলকে দূরে ঠেলে দিয়ে কেবলমাত্র তালেবানের সাথে আলোচনা করায় এই প্রচেষ্টায় কিছুই অর্জিত হয়নি। তালেবানের বিবৃতিতেই বিষয়টি স্পষ্ট হয়ে হয়ে উঠেছে।’
জারিফ বলেন, ‘আমিই প্রথম বলেছিলাম যে আফগানিস্থানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তালেবানকে দূরে বা বিচ্ছিন রাখা যাবে না।’ তিনি নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে এসব কথা বলেন।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তিনি বলেন, ‘তবে আপনারা কেবলমাত্র তালেবানকে অধিক গুরুত্ব দিয়ে আফগানিস্তানের ভবিষ্যতের ব্যাপারে সমঝোতায় পৌঁছতে পারবেন না। কারণ তারা আফগান সমাজের একটি অংশের প্রতিনিধিত্ব করে, পুরো আফগানিস্থানের না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat