×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৮
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাজলের ‘ক্রাশ’ ক্রিকেটার রোহিত শর্মা!

বিনোদন ডেস্ক:- ভারতের বিনোদন আর ক্রীড়াঙ্গন যেন হাত ধরাধরি করে চলে। দুই অঙ্গনের তারকাদের বন্ধুত্ব, প্রেম, এমনকি বিয়েও প্রত্যক্ষ করেছে ভক্তকুল। যে কেউ যে কারো ওপর ক্রাশ খেতেই পারেন!

‘সিংহম’ খ্যাত কাজল আগরওয়াল দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে খুবই জনপ্রিয়। বলিউডে এখন খুব একটা সক্রিয় নন, কিন্তু দক্ষিণী চলচ্চিত্র শিল্পে অনেক প্রকল্পের সঙ্গেই যুক্ত রয়েছেন তিনি। যা হোক, আমরা এখন তাঁর সিনেমা নিয়ে কথা বলতে চাইছি না। বলছি ব্যক্তিগত জীবন নিয়ে।

ভারতীয়দের দুটো জিনিস খুব পছন্দের। একটি সিনেমা, অন্যটি ক্রিকেট। আবেদনময়ী কাজল আগরওয়ালই বা বাদ পড়বেন কেন। সাম্প্রতিক খবর, ক্রিকেটার রোহিত শর্মার বড় ভক্ত কাজল। শুধু তাই নয়, এই মারকুটে ক্রিকেটারের ওপর ক্রাশ খেয়েছেন তিনি!

জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির ‘সিংহম’ ছাড়াও কাজল আগরওয়ালকে অক্ষয় কুমারের বিপরীতে ‘স্পেশাল টোয়েন্টি সিক্স’-এ দেখা গেছে। তবে বহু আগেই বলিউডে অভিষেক হয়েছে কাজলের। ২০০৪ সালে বিবেক ওবেরয় ও ঐশ্বরিয়া রাইয়ের ‘কিয়্যুঁ! হো গ্যায়া না’ ছবি দিয়ে বি-টাউনে পা রাখেন কাজল। দুর্ভাগ্যজনক হলেও ওই ছবি বক্স অফিসে ভালো করতে পারেনি।

তবে তামিল ছবিতে বেজায় আনাগোনা কাজলের। ‘নান মহান আল্লা’ (২০১০), ‘মাত্তারান’ (২০১২), ‘থুপ্পাক্কি’ (২০১২), ‘জিল্লা’ (২০১৪), ‘ভিভেগাম’ (২০১৭) ও ‘মারসাল’ (২০১৭) সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে, তেজার ‘লক্ষ্মী কল্যাণম’ দিয়ে তেলেগু সিনেমায় অভিষেক হয় কাজল আগরওয়ালের। এতে তিনি জুটি বেঁধেছিলেন কল্যাণ রামের সঙ্গে। তবে তেলেগু ঐতিহাসিক ছবি ‘মগাধিরা’ দিয়ে আলোচনায় আসেন কাজল। বড় বাজেটের এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন সুপারস্টার রাম চরণের সঙ্গে। বক্স অফিসে ভালো ব্যবসা করে এ ছবি। দ্বৈত চরিত্রে অভিনয়ে পান চিত্রসমালোচকদের ভূয়সী প্রশংসা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় কাজল আগরওয়াল। প্রায়ই তিনি ছবিসহ বিভিন্ন খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। তাঁর আবেদনময় ছবি অন্তর্জালে হামেশাই ঝড় তোলে। সূত্র : ইন্ডিয়া টিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat