×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদের গাছ কেটে বরখাস্ত হয়েছেন চেয়ারম্যান

মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা :- ইউনিয়ন পরিষদের গাছ কেটে বরখাস্ত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন। গত ২৮ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার

বিভাগের উপ-সচিব, মোঃ ইফতেখার আহম্মেদ চৌধুরি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইনকে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শ্যামনগর থানায় জিআর ৪৪৯/২০১৭ নং মামলায় অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন  পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। 

প্রসঙ্গত: ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গাছ কেটে সমুদয় টাকা আত্মসাৎ করায় ওই পরিষদের ২ নং ইউপি সদস্য এসএম জাকির হোসেন শ্যামনগর থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন।

মামলা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সুজন সরকার আদেশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, প্রচলিত আইন মতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat