×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৪
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিস্ময়কর উন্নয়নের তথ্য জনগণের কাছে পৌঁছাতে তথ্য ক্যাডারের অফিসারবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-  তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ দেশের বিস্ময়কর উন্নয়নের তথ্য জনগণের কাছে আরো কার্যকরভাবে পৌঁছাতে সুচিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগে ব্রতী হতে তথ্য ক্যাডারের অফিসারদের আহবান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নবনির্মিত তথ্য ভবন মিলনায়তনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এই আহবান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বদলে গেছে। আমরা স্বল্প আয় থেকে মধ্যম আয়ের ও খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। বিস্ময়কর উন্নয়নের এইসব তথ্য জনগণের কাছে পৌঁছাতে তথ্য ক্যাডারের অফিসারবৃন্দ যে ভূমিকা পালন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘তথ্যপ্রবাহের এই কাজকে আরো যুগোপযোগী ও কার্যকর করে তুলতে আপনাদের সুচিন্তিত পরামর্শ ও উদ্ভাবনী পরিকল্পনা সরকারকে সহায়তা করবে।’
ড. হাছান মাহমুদ এসময় তথ্য ক্যাডারের অফিসারদের শূণ্যপদ পূরণ ও দ্রুত পদোন্নতির বিষয়গুলো যতেœর সাথে বিবেচনার আশ্বাস দেন।
তথ্যসচিব আবদুল মালেক তাঁর বক্তৃতায় তথ্য ক্যাডারের অফিসারদের চাকুরির বিভিন্ন দিক ও উন্নয়ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।
এসোসিয়েশনের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সভাপতিত্বে ও মহাসচিব ফয়জুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে তথ্যসচিব আবদুল মালেক, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আজহারুল হক ও মোঃ মিজান-উল-আলম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারসহ তথ্য ক্যাডার ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat