×
ব্রেকিং নিউজ :
এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা টানা ৩ দিন হেঁটে চীনা মানবাকৃতির রোবটের বিশ্বরেকর্ড নির্বাচনের বাজেট নিয়ে উদ্বেগের কারণ নেই: অর্থ উপদেষ্টা ব্যর্থতার দায়ে ইসরাইলের বেশ কয়েকজন জেনারেলকে বরখস্তের ঘোষণা ‘ভূমি’ অ্যাপ উদ্বোধন করলেন ভূমি উপদেষ্টা বেলজিয়ামজুড়ে ৩ দিনের ধর্মঘটের প্রস্তুতি নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩ আমদানির অনুমতি দেওয়ায় চালের বাজার স্থিতিশীল : ড. সালেহউদ্দিন
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর বাংলাদেশ সফর

নিউজ ডেস্ক:- মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী সিনেটর লিউ চিন টং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ১৬ মে কক্সবাজারে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্প এবং মালয়েশিয়া কর্তৃক স্থাপিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা ক্যাম্পের বাসিন্দা, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিও এর সাথে মত বিনিময় করেন। ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ থেকে কমিউনিটি লিডারগণ অনতিবিলম্বে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।
এছাড়া তারা মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর কাছে আশিয়ান দেশসমূহের প্রচেষ্টায় এই মানবিক বিপর্যয় আশু সমাধানের জন্য অনুরোধ জানায়। এ সময় মালয়েশিয়া প্রতিরক্ষা উপমন্ত্রী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রয়োজনীয় চাহিদা পূরণে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ¡াস দেন। মালয়েশিয়া প্রতিরক্ষা উপমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার ও জনগণ কর্তৃক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের বিষয়টির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া মালয়েশিয়া ফিল্ড হাসপাতালের সুষ্ঠু পরিচালনার বিষয়ে বিশেষ সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ) এর আমন্ত্রনের প্রেক্ষিতে গত ১৪ মে উক্ত প্রতিনিধিদল বাংলাদেশে আগমন করেন। সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মালয়েশিয়া প্রতিনিধিদলের এই সফর পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বে উক্ত প্রতিনিধিদল গত ১৪ মে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পরবর্তীতে তাদের সম্মানে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও গত ১৫ মে উক্ত প্রতিনিধিদল মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফে›স কলেজ পরিদর্শন এবং ঢাকাস্থ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন অফিসে মত বিনিময়ে অংশ গ্রহন করেন।
মালয়েশিয়ার এই প্রতিনিধিদলটি সফর শেষে আজ নিজ দেশে প্রত্যাবর্তন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat