আন্তর্জাতিক ডেস্ক: -ইরানে হামলা চালালে অন্তত ১৫০ লোক মারা যেত তাই হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি’র।
গত বৃহস্পতিবার মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করায় ইরানে সামরিক হামলার অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
ট্রাম্প শুক্রবার বলেন, ‘আমি একজন জেনারেলকে জিজ্ঞেস করি, হামলার করলে কতজন মারা যাবে, জেনারেলের উত্তর ছিল ১৫০ জন।
ট্রাম্প আরো বলেন, ‘একটি মানুষহীন ড্রোন ভূপাতিত করার জবাবে ১৫০ মানুষের মৃত্যু যুক্তিযুক্ত হত না।’
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অত ব্যস্ত হয়ে পড়ছি না, আমাদের সামরিক বাহিনী পুনঃসজ্জিত, নতুন এবং এগিয়ে চলার জন্য প্রস্তুত।’
অন্যদিকে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর ইরানের রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।
জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা।
তিনি আরো বলেন, ‘কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’