×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়

স্পোর্ট ডেস্ক:-ভারতের সঙ্গে হারের পর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা জয়ে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে পাকিস্তান! সামনে দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিতে পারলে ১১ পয়েন্টে সেমিফাইনালের অন্যতম দাবিদার হবে তারা। সেমিতে মোটামুটি নিশ্চিত তিন দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতকে বাদ দিলো টেবিলের চতুর্থ দল হওয়ার দৌড়ে থাকা বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে এই পয়েন্টে পৌঁছাতে হলে পাড়ি দিতে হবে ভারতের মতো শক্ত বাধা। সেই বিবেচনায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে সরফরাজের দল।

আজ বুধবার ইল্যান্ডের বার্মিংহ্যামে রীতিমতো শক্তি প্রদর্শন করেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা। বোলিং সাফল্যে প্রতিপক্ষকে ২৩৭ রানে আটকে, ব্যাটিং সাফল্যে ছয় উইকেট হারিয়েই পৌঁছে গেছে লক্ষ্যে।

এ ম্যাচে জয়ের ফলে সাত ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট সাত। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টেবিলের ছয় নম্বর স্থান দখল করেছে ১৯৯২ এর চ্যাম্পিয়নরা। সাত ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান সংখ্যক ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারত ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয়স্থানে। সাত ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা ইংল্যান্ডকে সরানোয় লক্ষ্য বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বিশ্বকাপের লেগ পর্বের শুরুর দিকে দীর্ঘসময় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা। ভারতের বিপক্ষে হারের দলের মধ্যে বিভক্তির খবর। এমনকি দলটির কোচ নিজেই জানিয়েছেন তার ‘আত্মহত্যার’ পরিকল্পনার কথা। দলের অধিনায়কের ভুড়ি নিয়েও সমানে চলেছে ট্রল। ক্ষিপ্ত হয়ে দুর্বাক্য ব্যয় করেছেন দলটির সিনিয়র খেলোয়াড়রা। এরপরই যেন পুরো বদলে গেছে এশিয়ার অন্যতম এই ক্রিকেট শক্তি। ৩০৮ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেও শক্তির প্রদর্শন করেছে দলটি। ব্যাটে বলে সমানে পারফরমেন্স করেছে খেলোয়াড়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat