স্পোর্ট ডেস্ক:- দ্বাদশ আইসিসি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে এজবাস্টনে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান। ইনজুরি কাটিয়ে ইংল্যান্ড একাদশে ফিরেছেন ওপেনার জেসন রয়।
লীগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে পরাজিত হওয়ায় দশ দলের এ টুর্নামেন্টের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে অবশ্যই জিততে হবে মরগানের দলকে জিততেই হবে।
এজবাস্টনে টসে নেমে মরগান বলেন, ‘মাত্র দুই ম্যাচের ব্যপার। আশা করছি দুই ম্যাচেই জতব এবং সেমিফাইনাল খেলব। আজ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং এ জন্য আমরা প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়া ম্যাচের দলে দুটি পরিবর্তন এনে আজ সেরা একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। রয় ফেরায় বাদ পড়েছেন জেমস ভিন্স। আর মঈন আলীর পরিবর্তে দলে এসেছেন লিয়াম প্লাংকেট।
পক্ষান্তরে পাঁচ জয় এবং একটি ভেসে যাওয়ায় এ পর্যন্ত অপরাজিত থাকা বিরাট কোহলির দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে পড়া শিখার ধাওয়ানের পরিবর্তে দলে সুযোগ পাওয়া উঠতি তারকা ঋষভ সেরা একাদশে সুযোগ পেয়েছে, বাদ পড়েছেন বিজং শংকার।
সম্প্রতি ইংল্যান্ডকে হটিয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ফেরা ভারতের হাতে থাকা তিন ম্যাচের একটিতে জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে।
কোহলি বলেন, ‘চেজ করাকখনোই কোন সমস্যা নয়। টস জিতলে আমিও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম। এটা আমাদের জন্য একটা চ্যাঞ্জে এবং আমরা এ জন্য প্রস্তত।’
দল:
ইংল্যান্ড: ইয়োইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, জস বাটলার, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার।
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, ঋষভ পন্থ, এমএস ধোনি, কেদার যাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল