×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৭
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘খেলায় আর্জেন্টিনাকে সমান চোখে দেখা হয়নি, এ ছাড়া আমি দুর্নীতির অংশ হতে চাই না’ : লিওনেল মেসি

স্পোর্ট ডেস্ক:- কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে বিতর্কিত লাল কার্ড দেখার পর ম্যাচ শেষে পদক বয়কট করেন লিওনেল মেসি। আর সেইসঙ্গে কোপা আমেরিকা নিয়ে সমালোচনার ঝড় তোলেন তিনি।ব্রাজিলকে জেতানোর জন্য এবারের কোপা আমেরিকা আসর দুর্নীতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিশ্বসেরা এই তারকা বলেন, ‘খেলায় আর্জেন্টিনাকে সমান চোখে দেখা হয়নি। এ ছাড়া আমি দুর্নীতির অংশ হতে চাই না।’সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।এর আগে আজকের ম্যাচের ৩৭তম মিনিটে চিলির রক্ষণভাগে মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়ান চিলির ডিফেন্ডার গ্যারি মেডেল। একপর্যায়ে দেখা যায়, মেসিকে একের পর এক ধাক্কা দিতে থাকেন মেডেল। পরক্ষণেই রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। যদিও কেন মেসিকে লাল কার্ড দেখানো হয়, এ প্রশ্ন সবার মুখেই।এমনকি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও প্রশ্ন রেখেছেন, কেন মেসিকে লাল কার্ড দেখনো হলো? তাঁর অপরাধ কী ছিল?যদিও মেসি বলছেন, রেফারি চাইলে দুজনকেই হলুদ কার্ড দেখাতে পারতেন। কিন্তু লাল কার্ড দেখানো অবিশ্বাস্যই ছিল তাঁর কাছে।এদিকে আজকের ম্যাচের রেফারি মারিও ডিয়াজ দে ভিভারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।মেসি আরো বলেন, ‘কোপা আমেরিকায় আমাদের যথাযথ সম্মান দেখানো হয়নি। আমরা আরো ভালো ফল করতে পারতাম। কিন্তু তারা আমাদের ফাইনালে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। সমর্থকদের ফুটবল উপভোগের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবারের আসরের দুর্নীতি ও রেফারি। এটা ফুটবলকে ক্ষতিগ্রস্ত করছে।’এর আগে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হারার পর পেনাল্টি না পাওয়ার আক্ষেপ করেছিলেন লিওনেল মেসি। এ ছাড়া এর আগে ব্রাজিলের মাঠের সমালোচনাও করেন তিনি।মেসি মনে করছেন, ওই সমালোচনার জন্য আজকের ম্যাচে তাঁর বিপক্ষে অবস্থান নেয় রেফারি এবং তাঁকে দেখানো হয় লাল কার্ড।আর্জেন্টিনার এই সুপারস্টার আরো বলেন, ‘ফাইনালে ব্রাজিলকে জেতানোর চেষ্টা চালানো হবে।’এসব বোমা ফাটানো কথার জন্য মেসিকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে কি না এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘সত্য সব সময় উন্মোচন করা উচিত।’গতকাল দিবাগত রাতে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পায় আর্জেন্টিনা। এর মধ্যে একটি গোল তৈরিতে রয়েছে মেসির অবদান। গোল করেন সার্জিও আগুয়েরো ও পাওলো দিবালা। এ ছাড়া চিলির পক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেন আর্তুর ভিদাল।




নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat