ফজলুল হক,পাবনা : পাবনার বেড়ায় জুয়া খেলার দায়ে পুলিশের হাতে আটক ৭ ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমিনপুর থানার এস অই নিরস্ত্র মোঃ রমজান আলী সরকার গোপন সংবাদের ভিক্তিতে যমুনা নদীর ওপার রাজধরদীয়া গ্রামের সালামারে বাড়ী থেকে জুয়া খেলা অবস্থায় আটক করেন। আটকৃত্যদের বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জনকে ১৫ দিনের জেল দিয়েছে। আটকৃতরা হলো যমুনা নদীর ওপার রাজধরদীয়া গ্রামের (১) ইয়াকুব আলী মোল্লা (৩৫) পিতা মৃত্য জোনাব আলী মোল্লা, (২) ছাত্তার মোল্লা (৩০) পিতাঃ মোঃ বাতেন মোল্লা,(৩) মোঃ ওমর আলী শেখ (৩০) পিতাঃ ইমদাদুল হক (৪) মোঃ সাইদুল ইমলাম,(৫) মনির ফকির, (৬) মোঃ নাগোর আলী সরদার (৩০) (৭) সবুজ মন্ডল। এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দিকী জানান জুয়া খেলার অপরাধে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে১৫ দিনের জেল দেয়া হয় পরে দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।