কুষ্টিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিজয় (২৩) নামে এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ সময় পালাতে গিয়ে রকি(২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার শ্যামপুর-মৌবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। বিজয় মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের মুন্দা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি আজম খাঁন জানান, রাতে মেহেরপুরে গাংনী উপজেলার বাউট এলাকা থেকে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া নেয়। পরে তারা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে চালক বিজয় বাধা দেয়। এতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় রকিকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।