১৩ বছর পরে বলিউডে প্রত্যাবর্তন। শুনে দুঃসাধ্য মনে হচ্ছে? নামটি যখন শিল্পা শেঠি, তখন ভিন্ন কিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতেই হবে।সেই নব্বইয়ের দশকের প্রারম্ভিকপর্বে, ১৯৯৩ সালে ‘বাজিগর’ দিয়ে শুরু। অভিনয় ও অনিন্দ্য গ্ল্যামার নিয়ে বড়পর্দা কাঁপিয়েছেন আপন মহিমায়। ‘ধাড়কান’, ‘পরদেশি বাবু’, ‘গর্ব’, ‘লাইফ ইন আ মেট্রো’সহ আরো কিছু ছবি হিট হয়েছিল। আবারও ৭০ এমএম ফ্রেমে অভিনয়ের জাদু দেখাতে প্রস্তুত শিল্পা ফিরছেন ‘নিকাম্মা’ সিনেমার মাধ্যমে।দীর্ঘদিন বড়পর্দার বাইরে থাকা শিল্পা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুসংবাদটি দিয়েছেন। অবশ্য আগে থেকেই গুঞ্জন চলছিল। নিশ্চিত করলেন অভিনেত্রী। ৪৪ বছর বয়সী এ লাস্যময়ী বললেন, ‘আমার ১৩ বছরের বিশ্রাম শেষ হয়েছে। ’“এই সংবাদ দিতে পেরে আমি খুব উত্তেজিত। সংবাদটি হচ্ছে আমার ১৩ বছরের বিশ্রামের সমাপ্তি হয়েছে। সামনে আমাকে আপনারা ‘নিকাম্মা’ সিনেমায় দেখতে পাবেন,” বললেন শিল্পা।সিনেমাটি পরিচালনা করছেন সাব্বির খান। এটি ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নিজের প্রত্যাবর্তনের ব্যাপারে কথা বলতে গিয়ে শিল্পা গণমাধ্যমকে জানান, ‘এ অনুভূতি আনন্দের। আমি আবারও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটি আনন্দদায়ক ও ব্যতিক্রম একটি কাজ।’‘অধীর আগ্রহে সাব্বির খানের সঙ্গে কাজ করতে অপেক্ষা করছি। এর আগে এ ধরনের চরিত্রে আমি অভিনয় করিনি। নতুন একটি চরিত্রে আমাকে দেখতে আমিও খুব উত্তেজিত,’ যোগ করেন শিল্পা।বয়সকে স্রেফ একটি সংখ্যা হিসেবে প্রমাণ করা শিল্পা শেঠি তাঁর আকর্ষণীয় ফিটনেসের জন্যও সমানভাবে আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জিম ভিডিও, যোগব্যায়াম সেশন, খাবারদাবারের ভিডিও প্রায়ই সাড়া ফেলে।
দুষ্টুমি করতেও যে সমানভাবে পারদর্শী, তা তাঁর ভিডিওগুলো দেখলে বেশ ভালোভাবে বোঝা যায়। বিভিন্ন ভিডিওতে দুষ্টুমিতে মেতে উঠতে দেখা যায় তাঁকে। এ ছাড়াও সর্বশেষ তাঁকে একটি ড্যান্স প্রতিযোগিতার বিচারক হিসেবে দেখা গিয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে