×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৪
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণ বাজার অংশে ভাঙ্গন

 চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা অংশে আবারো মেঘনার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। শনিবার রাত ৯টার পরে হরিসভা মন্দির কমপ্লেক্স গেইটের সামনে দিয়ে হঠাৎ ভাঙ্গন দেখা দেয়। এতে শহর রক্ষা বাঁধে ৩শ’ মিটার এলাকার মরণ সাহার ও সম্ভু সাহার ২টি বাড়িসসহ ৫টি বসত ঘর মুহূর্তের মধ্যে নদীতে বিলীন হয়ে যায়।
এ ছাড়াও আশপাশের অনেকটা অংশ জুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভাঙ্গন আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষজন রাতের মধ্যই তাদের বসত ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মো. আশ্রাফ হোসেন জানান, প্রচন্ড স্রোতের কারণে হঠাৎ করে এ ভাঙন দেখা দিয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমানে বালিভর্তি জিও ভ্যাগ মজুদ রয়েছে। শিগ্রই তা ভাঙনস্থানে ফেলা হবে।
এদিকে ভাঙ্গনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক মানুষের ঘরবাড়ি সরিয়ে নিতে সহযোগিতা করেন।
ভাঙ্গনস্থানে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহীদ হোসেন ও এসআই জাহাঙ্গীর আলমসহ ফাঁড়ির পুলিশ টহলে রয়েছে। বর্তমানে পুরাণবাজার হরিসভা এলাকার বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এর আগেও কয়েক দফা ভাঙ্গনের শিকার হয় হরিসভা এলাকা। প্রতিবারই পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ঠেকাতে কাজ করেছে। আবারও সেখানে ভাঙ্গন শুরু হওয়ায় হরিসভা, মধ্য শ্রীরামদী ও পশ্চিম শ্রীরামদী এলাকা ভাঙ্গনের হুমকিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat