তাইওয়ানে বৃহস্পতিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
ভূমিকম্পটি তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর ৫টা ২৮ মিনিটে (গ্রিনিচ মান সময় বুধবার ২১২৮টা) আঘাত হানে। তাইওয়ানের কেন্দ্রিয় আবহাওয়া ব্যুরো জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.০।
ভূমিকম্পে তাইওয়ানের উঁচু ভবনগুলো কেঁপে উঠলে লোকজনের ঘুম ভেঙ্গে যায় এবং অনেকে দ্রুত ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়।
গত এপ্রিলে এ দ্বীপ দেশে রিখটার স্কেলে ৬.১ তীব্রতার একটি ভূমিকম্পে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে এবং ১৭ জন আহত হয়।
বিগত দুই দশকের মধ্যে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬। এতে দেশটির প্রায় ২ হাজার ৪শ’ লোকের প্রাণহানি ঘটে।