ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ৮০ মিলিয়ন ইউরোতে দলে টানলো ইন্টার মিলান। অনেক দেন-দরবার শেষে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।লুকাকু বেশ কিছুদিন ধরে অনুশীলন করছিলেন না ম্যানইউর সঙ্গে। সে কারণে মঙ্গলবার ম্যানইউ তাকে জরিমানাও করে। কিন্তু লুকাকু তার সাবেক ক্লাব আন্ডারলেখটে দুইদিন ধরে অনুশীলন করছিলেন। অবশ্য লুকাকু আগেই জানতেন শেষ পর্যন্ত তিনি ম্যানইউ ছাড়বেন।
তাকে দলে ভেড়াতে ইন্টার মিলানের পাশাপাশি সিরি’আ লিগের আরেক ক্লাব জুভেন্টাসও চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জুভেন্টাসকে পেছনে ফেলে ইন্টার মিলান দলে ভেড়ালো বেলজিয়ান তারকাকে। ইন্টারের কোচ অ্যান্তোনিও কন্তে যখন চেলসির কোচ ছিলেন তখনই লুকাকুকে দলে ভেড়াতে চেয়েছিলেন। তখন অবশ্য পারেননি। এবার সফল হয়েছেন। তিনি বলেছেন, ‘আমি তাকে এমনই একজন খেলোয়াড় হিসেবে জানি যে আমাদের দলের উন্নতি করতে পারে।’