জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন ২৫ জন। বৃহস্পতিবার রাতে ভারতের কলকাতার নিকটবর্তী স্থান কচুয়ার মন্দিরে এ ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাতে লোকনাথ ধাম মন্দিরে জন্মাষ্টমী উদযাপনের জন্য জড়ো হন অনেক মানুষ। ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। আহতদের কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলার হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কলকাতার দুটি হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক আধিকারিক জানান, মন্দিরের বাইরে সারিবদ্ধ হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভক্তদের। সেখানেই মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় মানুষের ধাক্কাধাক্কিতে একটি বাড়ির দেয়াল ভেঙে পড়ে। আর তখনই আতঙ্কে ঠেলাঠেলি শুরু হয়। দেয়াল ধসে যাওয়ার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সময়েই কিছু লোক পাশের পুকুরে পড়ে যান। অন্যরা মন্দিরের দিকে যাওয়ার জন্যে ছোটাছুটি শুরু করে। এতে পদপিষ্টের ঘটনা ঘটে।দুর্ঘটনার পর রাজ্য সরকার নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত ব্যক্তিদের সাহায্যের জন্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন।