×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৬
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবেনা- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি

মাহমুদুল হাসান শাওন:: অপরাধ সংঘটিত করলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম জামি। সোমবার বেলা ১২ টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। জামিরুল ইসলাম জামি বক্তব্যে আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সকল অপরাধ নির্মুলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। অপরাধ কর্মকান্ড নির্মুলে সরকারের সেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অন্যান্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই পুলিশ বাহিনীও আন্তরিকতার সাথে নিরালস কাজ করে চলেছে। ইতোমধ্যেই সাতক্ষীরা থেকে অভিযান চালিয়ে মাদক চক্রের অন্যতম মুল হোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলেও প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপরাধীরা যতোই ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। এসময় দেবহাটা প্রেসক্লাব নিয়ে বিভ্রান্ত সৃষ্টি সহ একাধিক নাম সর্বস্ব কমিটি গঠিত হওয়া এবং প্রেসক্লাব ভবনটি দীর্ঘ প্রায় সাত মাস যাবৎ তালাবদ্ধ থাকার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন উত্থাপন করলে প্রেসক্লাব প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি বলেন, সাংবাদিক সমাজ একটি জাতির চতুর্থ স্তম্ভ এবং প্রেসক্লাব একটি পবিত্র সংগঠন। প্রেসক্লাব মাসের পর মাস তালাবদ্ধ হয়ে পড়ে থাকা এবং প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মকান্ড বিঘিœত হওয়া অত্যন্ত দুঃখজনক। একটি স্বার্থন্বেসী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্যই সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে প্রেসক্লাবটি নিষ্ক্রিয় করে রেখেছে। অবিলম্বে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে প্রেসক্লাবের চলমান পরিস্থিতি নিষ্পত্তির জন্য উপস্থিত দেবহাটা থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান তিনি। ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান কবীর প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat