×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৭
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেদারল্যান্ডসে জয়ের ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

নেদারল্যান্ডসে জয়ের ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচে টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

গতকাল সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ডাচদের সঙ্গে প্রথম দেখায় শেষ মুহূর্তে জয় পেয়েছিল সফরকারীরা। আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৬৫ রানে।

গতকাল টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ড নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে বল হাতে ৯ রানে দুটি উইকেট নিয়েছেন নাহিদা। ১৩ রান দিয়ে সমান দুটি নিয়েছেন  অধিনায়ক সালমা। আর ৬ রান দিয়ে এক উইকেট নেন খাদিজাতুল কোবরা।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে ৩৯ রান করেছেন নিগার সুলতানা। ১৪ রান করেছেন রিতু। আর শায়লা শারমিন ১১ রান করেছেন।

আট দলকে নিয়ে ৩১ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মূল পর্বে অংশ নেওয়ার আগে স্কটল্যান্ডে ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছেন বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচ শেষ করে যোগ দেবেন বাছাইপর্বে।

বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবেন বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।

বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর দিন ৩১ আগস্ট পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : সালমা খাতুন (অধিনায়ক), মোর্শেদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কোবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা ও শামীমা সুলতানা।

স্ট্যান্ডবাই : সুরাইয়া আজমি, লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat