রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহাতাব উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত দুইটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহাতাব দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা।জানা যায়, গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন মাহাতাব। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হলে তাকে সোমবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে আসা হয়।তবে সোমবার রাতে আবারও তার অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে তিনি মারা যান।