জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা শর্ত সাপেক্ষে মুক্তি পেতে রাজি হলেন না। এতে করে তিন সপ্তাহ পরেও তাদের বন্দিদশা কাটল না।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাবেক এই দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি সেসময় তাদের প্রস্তাব দেন, অজ্ঞাত স্থান থেকে তাঁদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার। শর্ত রাখেন বন্দিদশা থেকে মুক্তি পেলে, সমর্থকদের নিয়ে কোন সভা সমাবেশ করা যাবে না।জানা যায়, এমন শর্তে রাজি হননি মেহবুবা এবং ওমর। এতে অবশ্য কেন্দ্র সিদ্ধান্ত নেয় তাদের আরও বেশ কিছু বন্দি করে রাখার।