চট্টগ্রামে বাদশা মোল্লা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে কাতালগঞ্জ পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান। বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা।পার্কভিউ হাসপাতাল স্পেশাল ইউনিট ইনচার্জ এ আরাফাত জানান, বাদশা মোল্লা গত ২২ আগস্টে হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে বাদশা মোল্লা মারা যান।ডেঙ্গু জ্বরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার।