রাজধানীর মালিবাগে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। তার নাম হেমায়েত হোসেন (২৮)। শনিবার বেলা আড়াইটার দিকে মালিবাগ কাঁচাবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হেমায়েত হোসেনের বাবার নাম ফিরোজ ব্যাপারী। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রাওগা গ্রামে। তবে বর্তমানে তিনি পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় ভাড়া থেকে ফার্নিচারের ব্যবসা করতেন।
নিহত হেমায়েতের ভাই মো. ইয়াকুব আলী ব্যাপারী জানান, হেমায়েত ফার্নিচারের ব্যবসা করেন। রামপুরায় তার দোকান রয়েছে। দুপুরে হেমায়েত মোটরসাইকেল যোগে মালিবাগ কাঁচাবাজার এলাকায় যান। এসময় একটি সিএনজির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে চলন্ত বাসের নিচে পড়েন। এতে গুরুতর আহত হন হেমায়েত। পরে তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকাল সাড়ে ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার এসআই ইয়াকুব আলী জানান, হেমায়েত হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।