×
ব্রেকিং নিউজ :
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন : সিসিসি’র মতবিনিময় ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময় বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৯-১১
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা গড়ে তুলতে হবে : হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সড়ক দুর্ঘটনাকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে আখ্যায়িত করে দুর্ঘটনা রোধে গণসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তথ্যমন্ত্রী আজ রাজধানীর শ্যামলীতে বেসরকারি হাসপাতাল ট্রমা সেন্টারে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ইয়ামিন আলভীকে দেখতে গিয়ে একথা বলেন।
আলভী সড়ক দুর্ঘটনায় কিছুদিন আগে নিহত দেশের বরেণ্য সুরকার পারভেজ রবের সন্তান।
মন্ত্রী বলেন, ‘আমি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা গড়ে তুলতে চালক, যানবাহন মালিক, পরিবহন শ্রমিক এবং দেশবাসীসহ সকলের প্রতি আহ্বান জানাই।’
তিনি বলেন, অনেক চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তাছাড়া, সড়ক ব্যবহারকারী বা পথচারী ও চালকদের অসচেতনতার কারণেও সাধারণত দুর্ঘটনা হয়।
আওয়ামী লীগ তথ্য ও প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, পরিবহন শ্রমিকদের অদক্ষতা, ট্রাফিক আইন লংঘনের প্রবনতা, কারিগরি ত্রুটি, অতিরিক্ত গতি, ওভার টেকিং ও অতিরিক্ত মালামাল পরিবহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।
তিনি বলেন, অনেক চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। তারা ভূয়া লাইসেন্স দিয়ে পরিবহন চালক হিসাবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে তারাই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ।
তিনি আহত আলভীর দুর্ঘটনাকে সন্দেহ প্রকাশ করে বলেন, এটা নিছকই একটা সড়ক দুর্ঘটনা নয়।
তিনি বলেন, পারভেজ রব কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মমার্ন্তিকভাবে নিহত হন। অপরদিকে কয়েক দিন পরেই তার সন্তান আলভী সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় এবং একই দুর্ঘটনায় আলভীর এক বন্ধু নিহত হয়।
মন্ত্রী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখতে হবে এটা নিছক একটি দুর্ঘটনা নাকি অন্য কিছু‘।
তিনি বলেন, সরকার সড়ক দুর্ঘটনা রোধে একটি টাস্কর্ফোস গঠন করেছিল। এই ট্রাস্কফোর্স দুর্ঘটনা প্রতিরোধে ১১০ সুপারিশ করেছে। সরকার সুপারিশ বাস্তবায়নে কাজ করছে। এটা বাস্তবায়িত হলে দুর্ঘটনা হ্রাস পাবে।
তিনি বেপরোয়া গতিতে যে সব চালক গাড়ি চালায় তাদেরকে আইনের আওতায় আনার জন্য অভিমত ব্যক্ত করেন।
মন্ত্রী হাসপাতালে আলভীর পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে আলভীর চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিনিয়র সহ-সবাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
গত বৃহস্পতিবার রাজধানীতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের দুর্ঘটনায় সঙ্গীত পরিচালক ও সুরকার পারভেজ রব নিহত হন।
অপরদিকে গত শনিবার ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বাসের চাপায় পারভেজ রবের সন্তান আলভী আহত এবং আলভীর বন্ধু মাহমুদ নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat