×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামীকাল বিকেলে খাজাখস্থানের রাজধানী নূর-সুলতানের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় সম্মেলনে যোগ দিবেন।
আজ রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বাসসকে বলেন, ওআইসি জেনারেল সেক্রেটারিয়েট ‘বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন: নতুন দিগন্তের উন্মোচন’ শীর্ষক থীমের এই শীর্ষ সম্মেলনটি ভার্চুয়ালি আয়োজন করবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি হামিদ আগামীকাল বিকেলে এই সম্মেলনে বঙ্গভবন থেকে ভিডিও বক্তব্য প্রদান করবেন।
তিনি আরো বলেন, সম্মেলনে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, পানি, পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানী ও মুসলিম বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে।
এর আগে ২০১৭ সালের ১০-১১ সেপ্টেম্বর কাজাখস্থানের রাজধানী আস্তানা (বর্তমান নূর-সুলতানে) আয়োজিত ওআইসি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দুই দিনব্যাপী প্রথম সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশগ্রহণ করেন।
১৯৬৯ সালে গঠিত ওআইসি’র সদস্য সংখ্যা ৫৭টি, এর মধ্যে ৫৬টি সদস্য রাষ্ট্র জাতিসংঘেরও সদস্য। সদস্য দেশগুলোর মধ্যে ৪২টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ওআইসি ‘আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে মুসলিম বিশ্বের স্বার্থ সুরক্ষায় কাজ করে।’
কয়েকটি দেশ, বিশেষত পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস। অন্যদিকে রাশিয়া ও থাইল্যান্ডের মতো অল্প যে কয়েকটি দেশে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠী রয়েছে, সেসব দেশ পর্যবেক্ষক দেশ হিসেবে সম্মেলনে যোগ দেয়। আর ভারত ও ইথিওপিয়ার মতো অন্যান্য দেশগুলোতে মুসলিম জনসংখ্যা কম হওয়ার কারণে, এই দেশগুলো ওআইসি’র সদস্য নয়।
সম্মেলনে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর ১৮০ কোটি মানুষের বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলা তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat