×
ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম : শেখ পরশ বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর : শিল্পমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী বাংলাদেশ-সৌদির যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন
  • প্রকাশিত : ২০২১-০৬-২৫
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল শুক্রবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে ফের সম্মেলন শুরু করার ব্যাপারে জার্মানিও ফ্রান্সের উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের নেতারা নাকচ করে দিয়েছেন। খবর এএফপি’র।
ব্রাসেলসে ইইউ সম্মেলনে এ ব্লকের নেতাদের মধ্যে আলোচনার পর মার্কেল বলেন, ‘পুতিনের সাথে সম্মেলনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের আজ রাজি করানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমরা উচ্চ পর্যায়ে দ্রুত আলোচনা করবো।’
মার্কেল বলেন, নেতারা রাশিয়ার সাথে ‘সংলাপের পথ’ তৈরি করে তা বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।
তিনি বলেন, ‘আমি এক্ষেত্রে জোরদার পদক্ষেপ দেখতে চাই। তবে এই বিষয়ে আমাদের কাজ অব্যাহত রাখা হবে একটি ভাল পদক্ষেপ।’
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাসনৌসাদা বলেন, ‘রাশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ের নেতাদের সেখানে কোন বৈঠক হবে না।’
তিনি বলেন, ‘আমরা দেখছি যে রাশিয়ার সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটছে। আমরা রাশিয়ার আচরণে নতুন আগ্রাসনের গন্ধ পাচ্ছি।’
গত সপ্তাহে জেনেভায় পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনের প্রেক্ষাপটে বার্লিন ও প্যারিস একতরফাভাবে তাদের ইউরোপীয় নেতাদেরকে রাশিয়ার এ নেতার সাথে এ ব্লকের ফের আলোচনা শুরু করার প্রস্তাব দেয়।
ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো এমন প্রস্তাবের বিরোধিতা করে। রাশিয়ার আগ্রাসি মনোভাব পরিবর্তনের আগে ক্রেমলিনের সাথে ফলপ্রসু আলোচনার বিষয়ে তারা অত্যন্ত সতর্ক রয়েছে।
তবে বৃহস্পতিবার মস্কো জানিয়েছে, এমন প্রস্তাবের প্রতি পুতিনের ‘সমর্থন’ রয়েছে।
উল্লেখ্য, রাশিয়া ক্রিমিয়া দখল করার পর ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে দেশটির সম্পর্কের অবনতি ঘটে।
২০১৪ সালের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান গণের ও পুতিনের মধ্যে সর্বশেষ সম্মেলন হয়। তবে ক্রেমলিনের এ নেতা স্বতন্ত্র দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে সর্বদা পছন্দ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat