×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-২৯
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯  লাখ ৪ হাজার ৪৩৬ জন। গত ৩১ মে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৮ লাখ ৫৪০ জন। মাত্র ২৯ দিনে দেশে ১ লাখ ৭ হাজার ৮৯৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন।  
এদিকে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১২ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৪৫ জন। দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ২৫৩ জন, ৭১ দশমিক ২৬ শতাংশ এবং নারী ৪ হাজার ১৩৫ জন, ২৮ দশমিক ৭৪ শতাংশ।  
গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মারা গেছেন। গতকাল ১০৪ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গতকালও মৃতের হার একই ছিল।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৪ জন এবং ষাটোর্ধ ৬১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন। এদের মধ্যে ৭৭ জন সরকারি, ২১ জন বেসরকারি হাসপাতালে, ১৩ জন বাসায় এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়। 
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৫ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। 
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৩ দশমিক ৮৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ১১ শতাংশ বেশি। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন। গতকাল ১৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। এখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৫৭০ জন। গতকালের চেয়ে আজ ৪৫৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ০৬ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৫ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৬৫৯ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৬ হাজার ৭৮৩ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ১২৪টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৯৮২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৫ হাজার ৫৯ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৭৭টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat