×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৪
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার ডোমার উপজেলায় আজ মঙ্গলবার ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটনায় বন্ধ থাকা রেল যোগাযোগ শুরু হয় নয় ঘন্টা পর। আজ সকাল সাতটার দিকে উপজেলা কেতকিবাড়ী ইউনিয়নের কাজীরহাট রেলঘুন্টি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে করে বন্ধ থাকা রেল যোগাযোগ শুরু হয় বিকেল চারটার দিকে। 
চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে ওই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেলে স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কাজীহাটে অরক্ষিত একটি রেল গেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেখানে ওই ট্রেনটি থেমে গেলে চিলাহাটি থেকে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়। এরপর বেলা ১২ টার দিকে রিলিফ ট্রেন এসে প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ শেষে ট্রেনটিকে সরিয়ে নেয়।
তিনি বলেন,‘ওই দুর্ঘটনার কারণে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনটি ছাড়তে পারেনি। অপরদিকে সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর একপ্রেস ট্রেনটি সময়ের মধ্যে প্রবেশ করতে পারেনি। শেষে চিলাহাটি থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে আট ঘন্টা বিলম্বে বিকেল চারটা পাঁচ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছাড়ে। অপরদিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘন্টা বিলম্বে চিলাহাটি স্টেশনে পৌঁছায়।’
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান,‘দুর্ঘটনার কারণে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত নীলফামারী-চিলাহাটি পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকালে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি স্টেশন থেকে যেমন ছাড়তে পারেনি, তেমনি রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনটিও নীলফামারী পর্যন্ত এসে থেমে যায়। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করলে নয় ঘন্টা পর রেল চলাচল সচল হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat