×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলায় আয়কর মেলার আদলে চলছে আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম। কুমিল্লা নগরীর কান্দিরপাড় নজরুল এভিনিউ সড়কের কর ভবন প্রাঙ্গণে করদাতারা উৎসবমূখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করছেন। এবছর অনলাইনেও ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশের সব কর অফিস গুলোতে করবান্ধব পরিবেশ ও কর প্রদান ব্যবস্থা সহজ করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
কুমিল্লায় আজ সকাল ১০টায় আয়কর রিটার্ন গ্রহণ কার্যক্রম পরিদর্শনে আসেন জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো: আবদুল মজিদ। তিনি উপস্থিত করদাতাদের সাথে কথা বলেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। কর প্রদান ব্যবস্থায় কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকের বলেন, করোনা মহামারির কারণে জাতীয় আয়কর মেলা এ বছরও অনুষ্ঠিত হয়নি। তবে মেলার আদলে আয়কর রিটার্ন গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, করদাতাদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন করদাতা অল্প সময়ের মধ্যে তাঁর আয়কর রিটার্ন দাখিল করে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে পারছেন। তাছাড়া, আয়কর রিটার্ন ফরম পূরণ করার জন্যও কর কর্মকর্তা ও কর্মচারিরা সহযোগিতা করছেন। তিনি আরো বলেন, গত বছরের মতো এবছরও জরিমানাসহ প্রায় ২৬.৫ শতাংশ কর দিয়ে করদাতারা তাদের অপ্রদর্শিত আয় বা সম্পদ প্রদর্শন করা সুযোগ রয়েছে। এসময় কর অঞ্চল কুমিল্লা’র কমিশনার সফিনা জাহান, অতিরিক্ত কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, প্রথম সচিব মো. আবু সাইদ সোহেল, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, যুগ্ম কর কমিশনার শাহাদাত হোসেন, উপকর কমিশনার মো: আরিফুল হাসান মজুমদার ও মো: শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর অঞ্চল কুমিল্লার উপকর কশিনার, সদর দপ্তর মো: আরিফুল হাসান মজুমদার জানান, এখন পর্যন্ত সাড়ে সাত হাজার রিটার্ন দাখিল হয়েছে এবং দেড় কোটি টাকার আয়কর আদায় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat