×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার্থীদের শিল্পকেন্দ্রিক দক্ষ জনবল হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি শুক্রবার রাজধানীর অতীশ দীপঙ্কর ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির অস্থায়ী ক্যাম্পাসে স্প্রিং সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নাচ, গান, আবৃত্তি, নাটক ও কৌতুক সহ মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত শিকদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, ইউজিসির পরিচালক ওমর ফারুক, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ হেমায়েত হোসেন, জোনায়েদ আহমেদ ও তানভীর ইসলাম পাটোয়ারী।
যোগ্য ও দক্ষ মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে মুহিবুল হাসান চৌধুরী এমপি বলেন, “ তোমরা  কর্মসংস্থানের উপযোগী ব্যক্তি হিসেবে নিজেদের গড়ে তোল। শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, পাশাপাশি ইন্ড্রাস্ট্্ির’র উপযোগী একজন দক্ষ জনবল হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, উপদেষ্টা, রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক, আইএমসি এডভাইজার, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উৎসবমূখর দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পস মুখরিত হয়ে উঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat