×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ১০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলায় আজ স্ত্রীকে হত্যার দায়ে ফুরকান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত ফুরকান আলী জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেল্লাকান্দি এলাকার ময়দান আলীর ছেলে। মামলা দায়েরের পর থেকে ফুরকান পলাতক রয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে ২০১১ সালের ২ জুলাই রাতে একসন্তানের জননী ও স্ত্রী জহুরা বেগমকে (২৩) মারপিট ও শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ নিজ ঘরের দর্ণায় ফাঁস দিয়ে ঝুঁলিয়ে রাখে পাষন্ড স্বামী ফুরকান আলী। এ ঘটনায় পরদিন ঘাতক স্বামী ফুরকান আলী, তার বাবা-মা ও দুইআতœীয়সহ পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন জহুরা বেগমের বড়ভাই ফজলুল হক। তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর ফুরকানের আতœীয় আজিজুর রহমান ব্যতীত তার বাবা ময়দান আলী (৫৯), মা ফুলেতন বেগম (৪৯) ও আতœীয় সওদাগর আলী (৬১)-সহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন খান। পরবর্তীতে এ মামলায় আসামি ময়দান আলী ব্যতীত অপর তিন আসামি পলাতক থাকে।
তিনি জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলায় আসামি ফুরকান আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফুরকান আলীকে আদালত মৃত্যুদন্ড প্রদান করেন। একইসাথে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat