×
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ॥ জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুলসহ ২ জন গ্রেফতার বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রার ৯৪ দশমিক ৮১ শতাংশ অর্জিত হয়েছে। গত ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে জেলার ৭ উপজেলার ৪৮টি ইউনিয়ন ভূমি অফিস ও ৪টি পৌর ভূমি অফিস ৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৬৯৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করেছে।
পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার একটি সূত্র জানিয়েছে, ২০২১-২২ অর্থ বছরে এ জেলায় ভূমি উন্নয়ন কর আদায় সন্তোষজনক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের বিভিন্ন ধরনের উপদেশ এবং দিক নির্দেশনা পেয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা জনসচেতনতা সৃষ্টি করতে পারায় এই বিপুল পরিমাণ কর আদায় করা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এবার সবচেয়ে বেশি পরিমাণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে মঠবাড়িয়া উপজেলায়। সেখানে আদায়ের পরিমাণ ১ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৩৬৩ টাকা। এছাড়া নাজিরপুরে ৫২ লাখ ৬৫ হাজার ৬৭৯ টাকা, নেছারাবাদে ৯০ লাখ ১৩ হাজার ৩৫১ টাকা, কাউখালীতে ১৯ লাখ ০৮ হাজার ৪১১ টাকা, পিরোজপুর সদরে ৮৯ লাখ ২০ হাজার ১০১ টাকা, ইন্দুরকানীতে ৩১ লাখ ৯৩ হাজার ৭৮৬ টাকা এবং ভান্ডারিয়ায় ৫৮ লাখ ৫৪ হাজার ৮ টাকা আদায় হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল আলম জানান- ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা মিলিয়ে মোট ৬৯ জন বিভিন্ন ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে কর্মরত আছে। মোট সাধারণ দাবি এবং বিভিন্ন সংস্থার কাছে সরকারের ভূমি উন্নয়ন কর পাওনার পরিমাণ ছিল ৪ কোটি ৯৩ লাখ ৬৪০ টাকা এর মধ্যে ৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৬৯৯ টাকা আদায় সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat