×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে  পাকিস্তান-নেদারল্যান্ডস ক্রিকেট দল।  আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে তারা। এ আগে ওয়ানডে, টি-টোয়েন্টি কোন ফরম্যাটেই দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি পাকিস্তান-নেদারল্যান্ডস। এবারের সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অর্ন্তভুক্ত। তাই দু’দলের কাছেই এই সিরিজের গুরুত্ব অনেক বেশি।
নেদারল্যান্ডসের মাঠ রটারডামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
আন্তর্জাতিক ক্রিকেটে মোট চারবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডস। এরমধ্যে তিনবার ওয়ানডেতে ও একবার টি-টোয়েন্টিতে। সবগুলোই ছিলো বিশ^কাপের মঞ্চে। আর সবগুলো ম্যাচেই জয় পেয়েছে  পাকিস্তানের।
অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান-নেদারল্যান্ডস।  ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলতে হলে, পয়েন্ট টেবিলে শীর্ষ সাতের মধ্যে থাকতে হবে দলগুলোকে।
এখন পর্যন্ত বিশ^কাপ সুপার লিগে ১৫টি ম্যাচ খেলেছে পাকিস্তান। ৯টি জয় ও ৬টি হারে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে পাকিস্তান। টেবিলের তলানিতে নেদারল্যান্ডস। ১৬ ম্যাচে ২ জয়, ১৩ হার ও ১টি ম্যাচ পরিত্যক্তের কারনে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম দল ডাচরা। ফলে আগামী ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলার সুযোগ কাগজে-কলমে শেষ হয়ে গেছে নেদারল্যান্ডসের।
টেবিলের শীর্ষ দু’টিস্থানে আছে ইংল্যান্ড ও বাংলাদেশ। ১৮টি করে ম্যাচ খেলে ইংলিশদের পয়েন্ট ১২৫ ও বাংলাদেশের পয়েন্ট ১২০।
সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায়  জয় পেতে  মরিয়া পাকিস্তান। দলের অধিনায়ক বাবর আজম বলেন, ‘এই সিরিজে গুরুত্ব অনেক অনেক বেশি। কারন সিরিজটি সুপার লিগের অংশ। এখানে এক ম্যাচ হেরে যাওয়াটাই  অনেক বড় ক্ষতি। ১০ পয়েন্ট হারালেই আমরা পিছিয়ে যাবো। তাই সিরিজে ৩০ পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য সিরিজে সবগুলো ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’
এদিকে আগামী বিশ^কাপে সরাসরি খেলার আশা একরকম শেষ হয়ে  গেলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নেদারল্যান্ডসের। দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘প্রত্যক ম্যাচেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারন আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই জয়ই প্রধান লক্ষ্য থাকে আমাদের। এবারও একই লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবো আমরা।’
গত জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছে পাকিস্তান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা। জুনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলো নেদারল্যান্ডসও। নিজ ডেরায় ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো ডাচরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat