×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৪
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার উপজেলা সদরে আজ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ তুলে দেন। মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় প্রধান অতিথি মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তখনই মুক্তিযোদ্ধাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। তাই আজকে আমাদের জন্য খুশির একটি দিন। এ স্মার্ট কার্ডে মুক্তিযোদ্ধাদের সকল তথ্য থাকছে। বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিচ্ছেন, এটি আমাদের মূল্যায়ন করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: দোস্ত মাহমুদ, মো: সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহিদুর রহমান জানান, আজকের অনুষ্ঠানে সদর উপজেলার মোট ৪২০ জন মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০৭ জন জীবিত ও ২১৩ জন মৃত মুক্তিযোদ্ধা রয়েছেন। মৃতদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা স্মার্ট কার্ড ও সনদ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat