×
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ইনজুরিতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। বিসিবিএলের চতুর্থ রাউন্ডের পরেরদিন ফুটবল খেলতে গিয়ে শান্তর সঙ্গে ধাক্কা খেয়ে বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পান তিনি। পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, মুশফিকের এই চোট সেরে উঠতে সময় লাগবে প্রায় তিন সপ্তাহের মত। অর্থাৎ আগামী তিন সপ্তাহ ক্রিকেটের ২২ গজে দেখা যাবে না এই ব্যাটসম্যানকে। মুশফিকের কয়েকদিন আগে একই ভাবে চোট পান জাতীয় দলের আরেক ক্রিকেটার নাসির হোসেন। ফুটবল খেলতে গিয়ে মারাত্মক আঘাত পেয়ে লিগামেন্ট ছিড়ে যায় তার। যার জন্য তাকে প্রায় ছয় মাসের মত মাঠের বাহিরে থাকতে হবে। ঠিক একই ভাবে এখন চোটে পড়েছেন মুশফিকুর রহিমও। আজ থেকে শুরু বিসিএলের পঞ্চম রাউন্ড। মিরপুরে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। কিন্তু এই ম্যাচে উত্তরাঞ্চলের হয়ে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। বগুড়ায় চতুর্থ রাউন্ডের ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছিলেন। ১১১ রান করে আউট হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat