×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ৩০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্ল্যামার জগতের সঙ্গে তার ছোট থেকেই যোগসূত্র। বাবা, মা, দাদি, খালা, দাদা থেকে পরিবারের একাধিক ব্যক্তিত্ব গ্ল্যামার জগতের অংশ। তাই হামেশাই লাইমলাইট তার উপরে থাকে। ২০ এপ্রিল ২০ বছরে পা দিলেন অজয় দেবগন এবং কাজল কন্যা নাইসা দেবগন। ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন তারকা দম্পতি।
অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় বোনঝি নাইসার অন্তরঙ্গ জন্মদিন পার্টির একটি ভিডিও শেয়ার করেছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, নাইসার একপাশে দাঁড়িয়ে তার বাবা অজয় দেবগন এবং অন্যপাশে দাঁড়িয়ে ঠাকুমা দেবগন। টেবিলে রাখা কেকের উপর মোমবাতিতে ফুঁ মেরে কেকে কাটলেন নাইসা। পাশে থাকা সকলে হ্যাফি বার্থ ডে গেয়ে উঠেছেন।
নাইসার পরনে ধূসর রঙের টপ এবং ঢিলেঢালা প্যান্ট। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করেছেন অজয় এবং কাজল দুজনেই। দেখুন নাইসার জন্মদিনে কেক কাটার ভিডিয়ো-
১৯৯৫ সালে ‘হালচাল’ ছবির শ্যুটিং চলাকালীন সেটে পরিচয় হয় অজয় দেবগণ এবং কাজলের। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘রাজু চাচা’, ‘পেয়ার তো হোনা হি থা’, ‘তানাজি’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন অজয় এবং কাজল। ২০০৩ সালে মেয়ে নাইসার জন্ম, ২০১০ সালে ছেলে যুগের মা হন কাজল।
বলিউডে এখনও অভিষেক হয়নি কাজল এবং অজয় দেবগনের কন্যা নাইসার। তবুও লাইমলাইট কখনই সরেনি তাঁর উপর থেকে। অভিনয় করেন না ঠিকই। তবে প্রতি মুহূর্তেই আতস কাছের নীচে থাকেন অজয়-কাজলের কন্যা। কখনও গায়ের রং, তো কখনও পোশাক, নানা কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সবই তারকা-সন্তান হওয়ার বিড়ম্বনা!
আপাতত বিদেশে থেকে পড়াশোনা করছেন নাইসা। সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। নতুন নতুন দেশ, শহরে ঘুরে বেড়ানো যেন তাঁর নেশা। ক্যামেরার সামনে আসার ইচ্ছে আদৌ কি তাঁর আছে? কাজলের উত্তর, 'আমার ছেলেমেয়েরা যা-ই করুক, আমার সমর্থন পাবে। ওরা খুশি থাকলেই হল। মা হিসেবে ওদের শুধু ইন্ডাস্ট্রিতে পথ দেখানোই আমার কর্তব্য নয়। যেটা করে ওরা খুশি থাকবে, সে দিকে ওদের চালিত করাটাই আমার কর্তব্য। যাতে ওরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat