×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ৪৩৪৫৪৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অতিথি আগমনের ঘোষণা দিয়েছিলেন পরিণীতি। নিজের ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল ১+১=৩। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।’
পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন বলিউড তারকা থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা। 
ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেসময় পরিণীতির স্বামী রাঘবের কথার ইঙ্গিত ধরে দুয়ে দুয়ে চার করেছিলেন নেটিজেনরা। ভারতের জনপ্রিয় টেলিভিশন কমেডি-শোতে অনুষ্ঠানটির সঞ্চালক কপিল শর্মা হাসতে হাসতে রাঘবকে জিজ্ঞেস করেন- ‘বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?’ রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন- ‘দেবো আপনাকে, দেবো... খুব জলদি সুখবর দেবো!’ এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন- ‘দেবো... মানে, এক সময় দেবোই।’
এই কথাতেই গুঞ্জনের শুরু হয়েছিল তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? আর এবার এর উত্তর এল। যদিও পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা। 
এবার বলিউড অভিনেত্রী দীর্ঘ বিরতির পর আবারও নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন। প্রায় আট মাস পর তিনি নতুন ভিডিও আপলোড করে ভক্তদের চমকে দিলেন। যেখানে তাকে ঢিলেঢালা পোশাকে দেখা যায়। ভিডিওটির শুরুতেই পরিণীতি জানালেন, তিনি আবার নিয়মিত ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করতে চান।
ভিডিওতে প্রথমবারের মতো দেখা গেছে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ এর ঝলক, আর তা দেখে তাকে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।
২০২৩ সালের সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি। মহা ধূমধাম করে বিয়ে হয় তাদের। রাজস্থানের উদয়পুরে বসে বিয়ের আসর। ভারতের বিনোদন অঙ্গন ও রাজনীতির মাঠের খ্যাতিমান ব্যক্তিরা এসেছিলেন অতিথি হয়ে। 
মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়ে প্রথম ফিসফাস শুরু হয় রাঘব ও পরিণীতির সম্পর্কের খবর। সেই ছবির সূত্র ধরেই তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। জল্পনা জোরালো হয় এই ঘটনার পরদিন। সেদিন আবার লাঞ্চ ডেটে গিয়েছিলেন দুজন। প্রথমে শোনা গিয়েছিল, রাঘব লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়ার সময় থেকেই নাকি দুজনের সখ্যতা। পরিণীতিও ম্যাঞ্চেটার বিজনেস স্কুল থেকে অর্থনীতি নিয়েই পড়াশোনা 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat