×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ৬৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুর এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে শরাবন তহুরা এই রায় ঘোষণা করেন।
সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এই জরিমানার টাকার মধ্যে মামলা পরিচালনার খরচ হিসেবে ১০ হাজার টাকা রেখে বাকি টাকা নিহতের কন্যা আদিবাকে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত হলেন মো. শামীম (৪৫)। তিনি মুন্সিগঞ্জের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। নিহতের নাম মোসাম্মাৎ খাদিজা আক্তার। তিনি একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে।
রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ২৬ জানুয়ারি দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজা আক্তারকে চাপাতি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে এই ঘটনায় খাদিজার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামীকে ১ লাখ অর্থদন্ডে দন্ডিত করেছেন। তাদের সংসারে আদিবা নামের এক কন্যা সন্তান রয়েছে।
বাদী পক্ষের আইনজীবী হলেন এড. আবদুর রহিম। 
মামলা সূত্রে জানা যায়, দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। তাদের দাম্পত্য জীবনে আদিবা নামে এক কন্যা সন্তানের জন্ম নেয়। তবে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। কলহের এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালে স্ত্রী খাদিজাকে জবাই করে হত্যা করে শামীম। কন্যা আদিবাকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বলে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এই বলে কন্যা আদিবাকে রেখে চলে যায়। খাদিজার ভাই আমিনুর ইসলাম শামীমের ভাড়া করা বাসায় গিয়ে দেখেন খাদিজাকে জবাই করে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat