×
ব্রেকিং নিউজ :
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাষ্ট্রপতির আহ্বান সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী ভারত : পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে তিন জন নিহত, আহত শতাধিক ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছে প্রতিযোগিতা কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ৪৮,৫৮৬টি হিসাব স্থগিত করেছে বিএফআইইউ : অর্থ প্রতিমন্ত্রী ড. ওয়াজেদ মিয়া ছিলেন দেশের আণবিক গবেষণার পথিকৃৎ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী চকচকে চাল খাওয়া বন্ধ করলে চালের দাম কমবে : খাদ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৬৬৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র পরিবারের আট শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। 
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আট শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি ২০ হাজার টাকা করে হাতে তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
এছাড়াও এসময় একজন শিক্ষার্থীকে ল্যাপটপ ও আরেকজনকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী ও সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান জানান, চলতিবছর অনুষ্ঠিত পাবলিক বিশ^বিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় স্থান অর্জন করে ভর্তির সুযোগ পায় নীলফামারী জেলার আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের আট মেধাবী শিক্ষার্থী। সুযোগ পেলেও অর্থের অভাবে বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হতে পারছিলনা তারা। তাদের ভর্তির জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
তিনি জানান, নগদ অর্থ সহায়তা পাওয়া আট মেধাবী শিক্ষার্থী- হলেন মো. রাইয়ান কবির (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), সুধাংশু রায় (রাজশাহী, চট্রগ্রাম ও ঢাকা বিশ^বিদ্যালয়), সাব্বির আলী, সিফাত তাহসিন মিম, অর্পনা রায় হাসি, রিপন রায় (ঢাকা বিশ^বিদ্যালয়), কৃষ্ণ রায় ও মো. সাহাবুল ইসলাম (গুচ্ছ বিশ^ বিদ্যালয়)। তাদের প্রত্যেককে ভর্তি বাবদ নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 
অন্যদিকে, সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী সন্ধ্যা রানীকে ল্যাপটপ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফরহাদ হোসেনকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat