অস্ট্রেলিয়া আজ মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তিন বছরের দায়িত্বকাল শেষে পদত্যাগ করছেন।
অস্ট্রেলিয়ার ওই রাষ্ট্রদূতকে নিয়ে মার্র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন ‘আমি আপনাকে পছন্দ করি না’।
সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড ৩১ মার্চ নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি থিঙ্ক ট্যাঙ্কের সভাপতি হওয়ার জন্য তার পদ ছেড়ে দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন ট্রাম্পকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাড।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত বছরের অক্টোবর মাসে হোয়াইট হাউসে টেলিভিশনে সম্প্রচারিত মার্কিন-অস্ট্রেলিয়া বৈঠকে ট্রাম্প রাডের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। যার ফলে অস্ট্রেলিয়ার কিছু বিরোধী দল তার পদত্যাগের দাবি জানায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এক বছর আগে পদত্যাগ করার সিদ্ধান্ত রাডের নিজস্ব সিদ্ধান্ত।
তিনি সাংবাদিকদের বলেন, ‘কেভিন রাডের কর্মসংস্কৃতি এমন যে আমি আগে কখনও কারো মধ্যে দেখিনি। তিনি অবিরাম পরিশ্রম করেছেন। তিনি এমন একটি পদে যাচ্ছেন যা তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।’
অস্ট্রেলিয়ার জন্য রাডের ‘অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। যার মধ্যে অস্ট্রেলিয়ার নৌবাহিনীকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দিয়ে সজ্জিত করার জন্য তথাকথিত অকাস চুক্তির পক্ষে প্রচেষ্টাও রয়েছে।
ওয়াশিংটনে তার পদ গ্রহণের আগে, ‘রাড ট্রাম্পকে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রেসিডেন্ট’ এবং ‘পশ্চিমাদের প্রতি বিশ্বাসঘাতক’ হিসাবে বর্ণনা করেছিলেন, যিনি আমেরিকা এবং গণতন্ত্রকে কাদার মধ্য দিয়ে টেনে নিচ্ছেন।’
২০২৪ সালের নভেম্বর মাসে নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর রাড অনলাইনে মন্তব্যগুলো মুছে ফেলেন।