×
ব্রেকিং নিউজ :
স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক সরকারি পাটকল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে: পাটমন্ত্রী দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৮৭৯৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল ৩ আগস্ট বৃহস্পতিবার। 
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় আগামী কাল ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত। ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। খ ও গ বিভাগে চিত্রাকনের বিষয় ‘শেখ কামালের প্রতিকৃতি’।
ওই কর্মকর্তা বলেন, ‘ক’ বিভাগে  ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ‘শৈশবে শেখ কামাল’ এবং ‘খ’ বিভাগে ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘শেখ কামাল ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নেবে। 
জেলা কালচারাল অফিসার  ফারহান কবীর সিফাত আরো বলেন, প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের জন্ম নিবন্ধন সনদ প্রতিযোগিতার সময় অবশ্যই জমা দিতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কার্টিজ পেপার এবং রচনা প্রতিযোগিতার জন্য  কাগজ জেলা শিল্পকলা একাডেমি থেকেই সরবরাহ করা হবে। ইতিমধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রায় সব পস্তুতি  সম্পন্ন করা হয়েছে। আগামী ৫ আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন,  শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে  তাঁর নিজ জেলা গোপালগঞ্জে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে গোপালগঞ্জের উল্লে খযোগ্য সাংখ্যক শিক্ষার্থী অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খেখান্দকার এহিয়া খালেদ সাদী। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat