×
ব্রেকিং নিউজ :
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেল একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানো দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে সরকার: অর্থ উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে: খসরু সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বিএনপি নেতা ডাবলু ‘হত্যা’র ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল পার্বত্যবাসীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৪৬৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা ক্রীড়া কর্মকর্তার প্রতিকী দায়িত্ব পালন করলেন শিশু শিক্ষার্থী রাইসা বিনতে মাসুদ। আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে ওই দায়িত্ব পালন করেন।
শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখা প্রতিকী এ দায়িত্ব পালনের আয়োজন করে।
প্রতিকী দায়িত্ব পালনে কার্যালয়ে প্রবেশের সঙ্গে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমসহ দপ্তরটিতে কর্মরতরা। এরপর কর্মকর্তার চেয়ারে বসে সারেন প্রতিকী নানা দাপ্তরিক কাজ। এসময় ইয়েস বাংলাদেশ নীলফামারীর স্বেচ্ছাসেবক নাইমুর রহমান প্রতিকী এ দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং গার্লস টেকওভার সম্পর্কে সকলকে অবগত করেন।
নাইমুর রহমান জানান, এবারের কন্যা শিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশে মেয়েদের ক্ষমতা ও সক্ষমতা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন দপ্তর প্রধানের প্রতিকী দায়িত্ব পালন করছে এনসিটিএফ এর শিশুরা। প্রতিকী  এই দায়িত্বের মাধ্যমে মেয়ে শিশুরা সিদ্ধান্ত গ্রহণের আসনে বসতে পারবেন।
দায়িত্ব বসে রাইসা বিনতে মাসুদ বলেন, ‘একজন ক্রীড়াবিদ হওয়ায় এটি আমার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে আমাকে অনুপ্রাণিত করবে। এক ঘন্টার ওই দায়িত্বে ‘সুস্থ দেহ সুস্থ মন, খেলার কোনো বিকল্প নাই’ শ্লোগানে সবার আগে সকল শিশুর জন্য খেলার মাঠ উন্মুক্ত করাকে গুরুত্ব দিয়েছি আমি’।
নীলফামারী সরকারি চালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা একজন আর্চারী খেলোয়ার। জেলার শিশু সংগঠন এনসিটিএফ এর সদস্য সে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আজকে যে স্বপ্ন লালন করবে পরবর্তীতে তারা সেই স্বপ্ন পূরণে কঠোর অধ্যবসায় করবে। এ রকম কর্মসূচিকে সাধুবাদ জানাই’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat