×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ২৩৩৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন কার্যক্রম শুরু হয়েছে আজ সকাল সাড়ে সাতটা থেকে। আলোচনার পাশাপাশি  শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিসহ স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পিরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছেন।
আলোচনায় বক্তারা বলেন, বৈচিত্রে ভরপুর বিভিন্ন জাতি-গোষ্ঠীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐক্যবদ্ধ করেছিলেন। ঐক্যবদ্ধ বাঙালী জাতিসত্তাই আমাদের ঠিকানা। এ ঐক্যকে সমুন্নত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কাংখিত লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।
বক্তারা আরো বলেন, কৃষি নির্ভর এ উপমহাদেশে ফসলের দিনপঞ্জিকে কেন্দ্র করে স¤্রাট আকবরের খাজনা আদায় কার্যক্রমের মাধ্যমে প্রবর্তিত বাংলা সন গণনা। ব্যবসায়ীরা তাদের হিসেবের খাতা-‘হালখাতা’র মাধ্যমে পুরনো ও নতুন ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করেন। সংস্কৃতির আবর্তনে পহেলা বৈশাখ এখন বাঙালি জাতির সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। এই গৌরবকে ধারণ করে বাঙালি জাতিসত্তা সম্প্রীতি, সৌহার্র্দ্য, আনন্দ ও ভালবাসার মেলবন্ধনে এগিয়ে যাবে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
রাজবাড়ি চত্বরে বাংলাদেশ শিশু একাডেমি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে, অনুষ্ঠিত হয়েছে রচনা প্রতিযোগিতা। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের পুরষ্কার ও সনদ প্রদান করা হবে।
জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে মাটির পুতুল, ঘর, নৌকা ও ঘুড়ি তৈরী এবং আল্পনা আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
এরআগে সকাল সাতটায় নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ স্কুল এন্ড কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat