×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৩২৪৫৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি উপজেলা  নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ৫ জুন বুধবার ভোটগ্রহণ হবে।
জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, এ জেলায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য নিছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে প্রশাসনকে সহযোগিতা দিয়ে নিরপেক্ষ, ত্রুটিমুক্ত ভোটগ্রহণের জন্য প্রার্থীসহ সবার প্রতি আহ্বান জানান। 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্রিং কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন বুধবার পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ  এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ২৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা রয়েছে। মোট ভোটার ৬ লাখ ৫১ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৫০৭ জন এবং মহিলা ভোটার ৩ লাখ ২৪ হাজার ৩৯১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন রয়েছেন। মোট ভোট কেন্দ্র ২৩৭টি, মোট ভোট কক্ষ ১ হাজার ৮৩৯টি। 
৩টি উপজেলায় ৩টি পদে ৩০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, পুরুষ  ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন রয়েছেন। 
ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। 
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন জেলার ১০টি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশের সম্পূর্ণ করা হয়েছে। আশা করছি আগামী ৫ জুন তিনটি উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করে ফলাফল ঘোষণা করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat