×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৫৬৬৫৪৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রচলিত আইন ও বিধিবিধান মেনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
মন্ত্রী বলেন, কোন পরামর্শ বা উপদেশ নয়, প্রচলিত আইন ও বিধিবিধান মেনে, সরকারি কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে সমন্বয়ের মাধ্যমে, যারা ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছেন তাদের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে কাজ করবেন। নিয়ম মেনে যতক্ষণ কাজ করবেন, ততক্ষণ আমাকে পাশে পাবেন। অন্যথায় আমি আপনাদের সাথে নেই।
তিনি বলেন, নিজের টাকা যেভাবে হিসেব করে ব্যয় করেন, সরকারি টাকা সেভাবে হিসেব করে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে জনকল্যাণে ব্যয় করবেন। এমন কোনো কাজ করবেন না, যা জনসাধারণের মাঝে বিরূপ মনোভাব সৃষ্টি করে।
এর আগে মন্ত্রী শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বনবিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী (৯-১৮ জুলাই) বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীকে বসবাসযোগ্য ও স্থিতিশীল রাখতে পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি বসবাসযোগ্য শহরের জন্য মোট আয়তনের কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। নির্বিচারে গাছ কাটা, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে এদেশের বনভূমির পরিমান ৫/৬ শতাংশে নেমে এসেছিলো।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত ও নানামুখী তৎপরতায় দেশে বৃক্ষরোপণের হার বৃদ্ধি পেয়েছে এবং বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ১৩/১৪ শতাংশে এসেছে। এটা কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছাতে আমাদের আরো অনেক গাছ লাগাতে হবে। বিনা প্রয়োজনে গাছ কাটা বন্ধ করতে হবে। একটা গাছ কাটলে অন্তত তিনটা গাছ লাগাতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র নায়ার কবির, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা জি এম মাহমুদ কবির ও সিভিল সার্জন ডা. মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat