×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৩
  • ৪৩৪৫৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক। প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পেয়ে খুশি জাকের। একাদশে সুযোগ পেলে সেরা পারফরমেন্স করাই মূল লক্ষ্য তার।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজের দল থেকে একটি পরিবর্তন এনে গতকাল ভারত সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামের জায়গায় প্রথমবারের মত দলে সুযোগ পান জাকের। ভারতের স্পিন সহায়ক উইকেট বিবেচনা করে অতিরিক্ত ব্যাটার নেওয়ার পরিকল্পনায় জাকেরকে দলে হয়েছে।
এছাড়াও প্রথম শ্রেনির ক্রিকেটে জাকেরের পারফরমেন্সও বেশ ভালো। ৪৯ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে ২৮৬২ রান করেছেন তিনি। গত মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান জাকের। ১৭টি চার ও ৫টি ছক্কায় ২৮৬ বলে ১৭২ রানের ইনিংসও খেলেন এই ডান-হাতি ব্যাটার।
টেস্ট দলে সুযোগ পেয়ে খুশি জাকের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের জাকের বলেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। তাই দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। ২০১৭ সাল থেকে আমি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি।’
একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান জাকের, ‘দলে যেহেতু নির্বাচিত হয়েছি, তারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, সেরা পারফরমেন্স করা।’
সদ্যই পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়  ভারত সিরিজে সহায়ক  বলে মনে করেন জাকের। তিনি বলেন, ‘যেহেতু সর্বশেষ সিরিজটা খুব ভালো হয়েছে, তাই আত্মবিশ্বাস অবশ্যই থাকবে। আমার মনে হয়, দল হিসেবে আগে কখনো যা করতে পারিনি, এই বছর আমাদের সেটা করার চেষ্টা থাকবে।’
তবে ভারত সিরিজকে চ্যালেঞ্জিং মনে করেন জাকের। এজন্য দলের ব্যাটারদের ভালো করতে হবে বলে জানান তিনি, ‘চ্যালেঞ্জ সব দিক দিয়ে থাকবে। তাদের ব্যাটিং লাইনআপও অনেক ভালো। আমরা যদি ব্যাটিং বিভাগ হিসেবে ভালো করতে পারি। সর্বশেষ দুইটা টেস্ট যদি দেখেন, আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিং ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং নিয়েই। ব্যাটিং যখন খারাপ হয়, আমরা হেরে যাই। বোলাররা বেশিরভাগ সময় সাপোর্ট করে। আমরা ব্যাটিংটা যদি ভালো করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘ভারতকে নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে। নিজেরাও পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর থেকে কানুপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে টাইগাররা।
এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat