×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৪৩৪৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নাগরিকদের ভূমিসেবা অভিযোগের দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ভূমি সংশ্লিষ্ট প্রকৃত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কাজ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘নাগরিকদের ভূমিসেবা অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে। ভূমিসেবায় সংশ্লিষ্ট প্রকৃত অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কাজ অব্যাহত রাখতে হবে’। 
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজ ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কার্যক্রম এলামস-এর আওতায় ইন্টেলিজেন্ট ল্যান্ড পারফরমেন্স ট্র্যাকার অবহিতকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
তিনি ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে জনসাধারণের নিকট ভূমিসেবাকে জনপ্রিয় করারও আহ্বান জানান।
তিনি বলেন, দেশব্যাপী ভূমিসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ ও প্রেষণা প্রদানের ব্যবস্থা জোরদার করতে হবে। 
তিনি বিকল্প উপায়ে ভূমিসেবার পন্থা উদ্ভাবন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি নিবন্ধন বিষয়ে চলমান সকল প্রকল্পের কাজ কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে তুলে আনতে হবে।
এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, এলামস কর্মসূচির মাধ্যমে ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার অধীনে পরিচালিত অনলাইন প্রকল্পসমূহের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হচ্ছে। বর্তমানে চলমান ভূমি নাগরিক সেবা কার্যক্রমের স্থায়ী কাঠামো নিশ্চিত করা হয়েছে। সভায় আরও জানানো হয়, নাগরিকদের চাহিদানুযায়ী উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ ভূমি সেবাদান অব্যাহত রয়েছে। এ কর্মসূচির লক্ষ্য পূরণে নাগরিকদের জন্য নতুন নতুন সিস্টেম প্রবর্তন, ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও মন-মানসিকতার ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat