×
ব্রেকিং নিউজ :
ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার : মিডা চেয়ারম্যান পে কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে: অর্থ উপদেষ্টা সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার যুক্তিতর্ক ১৮ জানুয়ারি প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগের ঘোষণা উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো মিনেসোটা ক্রিকেটকে বিদায় বললেন ৮টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি হিলি
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৪৩৪৫৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের কুটির শিল্প ও দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। 
তিনি বলেন, ‘বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরও বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।’
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টার মাঠে পবিত্র রমজান মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র। 
মেলায় দেশীয় জামদানি, হস্তশিল্প, বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্র শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জামদানি আমাদের গর্বের প্রতীক, যা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্প শুধু একটি কারুশিল্প নয়; বরং এটি আমাদের পূর্বপুরুষদের সৃজনশীলতার প্রতিফলন। জামদানি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঈদ শুধু উৎসব নয়; এটি আমাদের শিল্প ও সংস্কৃতির সঙ্গেও জড়িত। দেশীয় তাঁত ও ক্ষুদ্রশিল্পের উন্নয়ন ও প্রসারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশীয় শিল্পকে বাঁচাতে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশীয় বস্ত্র ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
এতে উপস্থিত ছিলেন মেলার উদ্যোক্তা মো. জহির আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, চট্টগ্রাম দায়রা জজ আদালতের বিভাগীয় পিপি এ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat